/anm-bengali/media/media_files/o5yJOJwHSULxMRZTNv8E.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ১৪ জানুয়ারি মণিপুর থেকে কংগ্রেসের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ শুরু হয়েছে। আজ কংগ্রেসের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’-এর তৃতীয় দিন। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী তাঁর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’-এর তৃতীয় দিনে নাগাল্যান্ডের কোহিমায় স্থানীয়দের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন, “আমরা ভারতের উত্তর-পূর্ব থেকে এই যাত্রা শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমি এটিকে আমাদের দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করি। আমরা এই যাত্রা মণিপুরে শুরু করেছিলাম, যেখানে আপনারা সকলেই জানেন রক্তপাত, ঘৃণা এবং সহিংসতা হয়েছে। ন্যায় যাত্রার পিছনে ধারণাটি হল ন্যায়বিচার। আমাদের দেশে ন্যায়বিচার হওয়া উচিত, আমাদের বিভিন্ন ধর্মের জন্য ন্যায়বিচার হওয়া উচিত, আমাদের বিভিন্ন রাজ্যের জন্য ন্যায়বিচার হওয়া উচিত, আমাদের বিভিন্ন সম্প্রদায়ের জন্য ন্যায়বিচার হওয়া উচিত।”
#WATCH | Nagaland: Congress leader Rahul Gandhi says, "We decided to start (this yatra) from the northeast, which I consider to be one of the most important parts of our country. And we started in Manipur, where, as you all know, there has been bloodshed, hatred and violence. The… https://t.co/hPSbhxSWmXpic.twitter.com/9gLfhTG275
— ANI (@ANI) January 16, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us