ভোটের আগেই রাহুল গান্ধীর বড় দাবি, 'জিতছে কংগ্রেস'

রাহুল গান্ধী বলেন, 'কংগ্রেস সবসময় জনগণের জন্য কাজ করে।'

author-image
SWETA MITRA
New Update
rahul mijooo.jpg

নিজস্ব সংবাদদাতাঃ শিয়রে ভোট। আর আসন্ন বিধানসভা ভোটকে পাখির চোখ করে মিজোরামে রয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। আজ মঙ্গলবার মিজোরামেকংগ্রেসনেতারাহুলগান্ধীবলেছেন, "এমএনএফ-এররেকর্ডসবারসামনেরয়েছে। ব্যাপকবেকারত্ব, মাদকেরবিরুদ্ধেসম্পূর্ণব্যর্থতা, পাঁচবছরে২৫০জনতরুণেরজীবননিভিয়েফেলা, এবংএকইসাথে, এমএনএফখোলাখুলিভাবেতাদেরসমর্থনকরেযারামিজোরামেরধারণাকেআক্রমণকরছে।তারাস্বাস্থ্য সেবারএকটিবিপর্যয়েরতদারকিকরেছেযেখানেতারাআপনারমালিকানাধীনতহবিলছেড়েদিতেব্যর্থহয়েছে।“ এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ২০২৩ সালে পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচন নিয়ে বড় দাবি করেছেন। ২০২৩ সালে তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান ও মিজোরামের বিধানসভা নির্বাচনে জিততে চলেছে কংগ্রেস বলে দাবি করেছেন সাংসদ। দেখুন ভিডিও...