New Update
/anm-bengali/media/media_files/SwiT0noJQllHK9TnlxGm.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ফের কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)-র নিশানায় কেন্দ্রীয় সরকার। আজ বৃহস্পতিবার রাহুল গান্ধী বলেন, ‘মণিপুর (Manipur) বিগত ৫০ দিন ধরে জ্বলছে, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) নীরব ছিলেন। প্রধানমন্ত্রী যখন দেশে নেই তখন সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। স্পষ্টতই, এই বৈঠক প্রধানমন্ত্রীর জন্য গুরুত্বপূর্ণ নয়।‘ উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) মণিপুরের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ২৪ জুন বিকেল ৩টের সময়ে দিল্লিতে সর্বদলীয় বৈঠক ডেকেছেন। বুধবার ২১ জুন স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এ সংক্রান্ত একটি বিবৃতি জারি করা হয়।
50 दिनों से जल रहा है मणिपुर, मगर प्रधानमंत्री मौन रहे।
— Rahul Gandhi (@RahulGandhi) June 22, 2023
सर्वदलीय बैठक तब बुलाई जब प्रधानमंत्री खुद देश में नहीं हैं!
साफ है, प्रधानमंत्री के लिए ये बैठक महत्वपूर्ण नहीं है।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us