'৫০ দিন ধরে রাজ্য জ্বলছে আর প্রধানমন্ত্রী...', মোদীকে আক্রমণ রাহুলের

প্রায় এক সপ্তাহ আগে রাহুল গান্ধী মণিপুরের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছিলেন এবং রাজ্যে একটি সর্বদলীয় প্রতিনিধি দল পাঠানোর দাবি জানিয়েছিলেন।

author-image
SWETA MITRA
New Update
MODI RA.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ফের কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)-র নিশানায় কেন্দ্রীয় সরকার। আজ বৃহস্পতিবার রাহুল গান্ধী বলেন, ‘মণিপুর (Manipur) বিগত ৫০ দিন ধরে জ্বলছে, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) নীরব ছিলেন। প্রধানমন্ত্রী যখন দেশে নেই তখন সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। স্পষ্টতই, এই বৈঠক প্রধানমন্ত্রীর জন্য গুরুত্বপূর্ণ নয়।‘ উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) মণিপুরের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ২৪ জুন বিকেল ৩টের সময়ে দিল্লিতে সর্বদলীয় বৈঠক ডেকেছেন। বুধবার ২১ জুন স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এ সংক্রান্ত একটি বিবৃতি জারি করা হয়।