নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী কেরালার ওয়েনাড থেকে উপনির্বাচনে জিতেছিলেন। তিনি আজ সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। প্রিয়াঙ্কা গান্ধী যখন অফিস ও গোপনীয়তার শপথ নিচ্ছিলেন, তখন তাঁর ভাই রাহুল এবং মা সোনিয়াও সেখানে সাংসদ হিসেবে উপস্থিত ছিলেন। প্রিয়াঙ্কা গান্ধী সাংসদ হিসেবে এক হাতে সংবিধান নিয়ে শপথ নিলেন।