দেড় লক্ষ কোটি টাকা লুট করেছে বিজেপি, আক্রমণ প্রিয়াঙ্কার

কর্ণাটকের নির্বাচন ১০ মে অনুষ্ঠিত হবে এবং ফলাফল ১৩ মে ঘোষণা করা হবে। বিজেপি বিধানসভা নির্বাচনের জন্য ২২৪ জন প্রার্থীর তালিকাও প্রকাশ করেছে। অন্যদিকে কংগ্রেসও নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে।

author-image
SWETA MITRA
New Update
modi priyanka.jpg

নিজস্ব সংবাদদাতাঃ নির্বাচনের তারিখ যত এগিয়ে আসছে ততই প্রচারের মাত্রা বাড়িয়ে চলেছে রাজনৈতিক দলগুলি। সেইসঙ্গে নেতা মন্ত্রীরা একাধিক ইস্যু টেনে এনে একে অপরকে আক্রমণ করেই চলেছে। এরই মাঝে আজ বুধবার বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরা (Priyanka Gandhi Vadra)। এদিন কর্ণাটকের বিজয়পুরায় দাঁড়িয়ে প্রিয়াঙ্কা বলেন, 'গত সাড়ে তিন বছরে বিজেপি কর্ণাটক থেকে দেড় লক্ষ কোটি টাকা লুট করেছে। সেই টাকা দিয়ে তাঁরা ১০০টি এইমস হাসপাতাল, ৩০ হাজার স্মার্ট ক্লাসরুম এবং ৩০ লক্ষ গরিব মানুষের জন্য বাড়ি তৈরি করতে পারতেন। কিন্তু তা করেনি বিজেপি। বর্তমানে বিজেপি যে মানুষদের কাছ থেকে টাকা লুট করেছে এখন তাঁদের কাছে গিয়েই তাঁদের সমস্যা নিয়ে কথা বলছে।'