নিজস্ব সংবাদদাতাঃ কাচাথিভু ইস্যুতে প্রধানমন্ত্রী মোদীর টুইট এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সাংবাদিক সম্মেলন নিয়ে কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারি বলেন, “এটা কি ঠিক নয় যে ইন্দিরা-বন্দরনায়েক চুক্তিতে ৬ লক্ষ তামিলকে নাগরিকত্ব দেওয়া উভয় দেশের প্রধানরা স্বাক্ষর করেছিলেন? তারা এটা বলবে না এবং বাস্তবতা এবং ইতিহাস আড়াল করবে। লোকসভা ও রাজ্যসভার কার্যবিবরণীতে দেখা যায়, বর্তমান প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রকের আমলে ৭ হাজার একর জমির বিনিময়ে ১৭ হাজার একর ভারতীয় জমি বাংলাদেশকে দেওয়া হয়েছে। ১০ হাজার একর জমির হিসাব কবে দেবেন? প্রথমত, তাদের এই জবাব দেওয়া উচিত। ইতিহাসে যা ঘটেছে, মানুষ তার জবাব দিয়েছে বহুবার।”
/anm-bengali/media/media_files/THNNP4aazFuU2oNBoUWk.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)