‘১৭ হাজার একর ভারতীয় জমি বাংলাদেশকে…’, এ কি বললেন কংগ্রেস নেতা?

মোদীর টুইট নিয়ে নয়া তরজা শুরু হয়েছে। এই বিষয় নিয়ে বড় মন্তব্য করেছেন কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারি।

author-image
Probha Rani Das
New Update
aqww3.jpg

নিজস্ব সংবাদদাতাঃ কাচাথিভু ইস্যুতে প্রধানমন্ত্রী মোদীর টুইট এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সাংবাদিক সম্মেলন নিয়ে কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারি বলেন, “এটা কি ঠিক নয় যে ইন্দিরা-বন্দরনায়েক চুক্তিতে ৬ লক্ষ তামিলকে নাগরিকত্ব দেওয়া উভয় দেশের প্রধানরা স্বাক্ষর করেছিলেন? তারা এটা বলবে না এবং বাস্তবতা এবং ইতিহাস আড়াল করবেলোকসভা ও রাজ্যসভার কার্যবিবরণীতে দেখা যায়, বর্তমান প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রকের আমলে ৭ হাজার একর জমির বিনিময়ে ১৭ হাজার একর ভারতীয় জমি বাংলাদেশকে দেওয়া হয়েছে। ১০ হাজার একর জমির হিসাব কবে দেবেন? প্রথমত, তাদের এই জবাব দেওয়া উচিত। ইতিহাসে যা ঘটেছে, মানুষ তার জবাব দিয়েছে বহুবার।” 

aqww2.jpg

Add 1