'ইন্ডিয়া নিয়ে অযথা বিতর্ক করছে বিজেপি'

২০২৪ সালের লোকসভা নির্বাচন নিয়ে গতকাল মঙ্গলবার দিল্লিতে বিজেপির নেতৃত্বে এনডিএ-র একটি বৈঠক ডাকা হয়। এদিকে ঠিক একই দিনে ২০২৪ সালে দেশজুড়ে বিজেপিকে নাস্তানাবুদ করতে বিরোধীরা এক জায়গায় বসে দ্বিতীয় দফার বৈঠক করে।

author-image
SWETA MITRA
New Update
india pramod .jpg

নিজস্ব সংবাদদাতাঃ বিরোধীদের জোটের নাম হয়েছে ‘ইন্ডিয়া’ (INDIA)। আর এই নিয়েই শুরু হয়েছে জোর রাজনৈতিক চাপানউতোর। এরই মাঝে বিস্ফোরক মন্তব্য করলেন কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারি। তিনি আজ বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ‘বিজেপিমেকইনইন্ডিয়া, শাইনিংইন্ডিয়াএবংআরওঅনেকপ্রকল্পচালুকরেছে।তারাভারতনামটিঘিরেঅপ্রয়োজনীয়বিতর্কতৈরিকরছে।আমরাএখনওএকসঙ্গেকাজশুরুকরিনিএবংইতিমধ্যে বিরোধীদের ‘ইন্ডিয়া’বিজেপিরমনেএতভয়তৈরিকরেছে।‘