নিজস্ব সংবাদদাতা - এবার সীমান্তপারের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই এবং অপারেশন সিঁদুরের সাফল্য বিভিন্ন দেশের সামনে তুলে ধরতে,বিভিন্ন দেশের উদ্দেশ্যে সর্বদলীয় প্রতিনিধিদলের সফর নিয়ে বড় মন্তব্য করলেন কংগ্রেস নেতা পবন খেরা। তিনি বলেন,''এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাও-র সময়ও অটলবিহারী বাজপেয়ীকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল। দেশ কঠিন সময়ে এক কণ্ঠে কথা বলুক, এটাই উচিৎ। যুদ্ধের সময় কংগ্রেস-বিজেপি রাজনীতি করা লজ্জাজনক।"
/anm-bengali/media/media_files/iP0gPldKauMl9M64fYrJ.jpg)
BREAKING: অটলবিহারী বাজপেয়ীকে দায়িত্ব দিয়েছিলেন নরসিমহা রাও ! সর্বদলীয় প্রতিনিধিদল নিয়ে বড় মন্তব্য করলেন পবন খেরা
কি বললেন কংগ্রেস নেতা পবন খেরা ?
নিজস্ব সংবাদদাতা - এবার সীমান্তপারের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই এবং অপারেশন সিঁদুরের সাফল্য বিভিন্ন দেশের সামনে তুলে ধরতে,বিভিন্ন দেশের উদ্দেশ্যে সর্বদলীয় প্রতিনিধিদলের সফর নিয়ে বড় মন্তব্য করলেন কংগ্রেস নেতা পবন খেরা। তিনি বলেন,''এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাও-র সময়ও অটলবিহারী বাজপেয়ীকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল। দেশ কঠিন সময়ে এক কণ্ঠে কথা বলুক, এটাই উচিৎ। যুদ্ধের সময় কংগ্রেস-বিজেপি রাজনীতি করা লজ্জাজনক।"