BREAKING : ভারত-পাকিস্তান সমস্যায় বারবার বাইরের হস্তক্ষেপ ! হতাশ কংগ্রেস নেতা মণীশ তেওয়ারি

কেন হতাশ কংগ্রেস নেতা মণীশ তেওয়ারি ?

author-image
Debjit Biswas
New Update
DERDTFYGJUHKJL

নিজস্ব সংবাদদাতা - এবার ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি প্রসঙ্গে ববড় মন্তব্য করলেন কংগ্রেস নেতা মণীশ তেওয়ারি। তিনি বলেন,''১৯৯০ সাল থেকে যখনই ভারত-পাকিস্তানের মধ্যে কোনও উত্তেজনার সৃষ্টি হয়েছে, তখনই কোনও না কোনওভাবে এই বিষয়ে কোনও বাইরের শক্তির হস্তক্ষেপ থেকেছে। এটাই কঠিন সত্য, এটা অস্বীকার করা চলে না।” এই কথার মাধ্যমেই কার্যত এই বিষয়ে নিজের হতাশা প্রকাশ করলেন কংগ্রেস নেতা মণীশ তেওয়ারি। 

manish tewariq1.jpg