'ভয় ও পক্ষপাত ছাড়াই সেবা করছে,' কাদের প্রশংসা করল কংগ্রেস?

আজ শুক্রবার সিভিল সার্ভিস দিবস (Civil Service Day) নিয়ে বিশেষ টুইট করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। এদিন তিনি লেখেন, 'সিভিল সার্ভিস দিবসে সমস্ত সিভিল আধিকারিকদের শুভেচ্ছা জানাই।'

author-image
SWETA MITRA
New Update
congress 1.jpg

 
নিজস্ব সংবাদদাতাঃ আজ শুক্রবার সিভিল সার্ভিস দিবস (Civil Service Day) নিয়ে বিশেষ টুইট করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। এদিন তিনি লেখেন, 'সিভিল সার্ভিস দিবসে সমস্ত সিভিল আধিকারিকদের শুভেচ্ছা জানাই। আপনারা পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 'স্টিল ফ্রেম অফ ইন্ডিয়া' সততা, শ্রদ্ধা, পেশাদারিত্ব এবং সহযোগিতার মূল্যবোধকে ধারণ করে চলেছে এবং কোনও ভয় ও পক্ষপাত ছাড়াই জাতির সেবা করে চলেছে।'