'এ কেমন অমৃতকাল?' মোদীকে প্রশ্নবাণ মল্লিকার্জুন খাড়গের

মুদ্রাস্ফীতি ইস্যুতে এবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে প্রশ্নবাণ ছুঁড়লেন মল্লিকার্জুন খাড়গে।

author-image
SWETA MITRA
New Update
modi kharggg.jpg

নিজস্ব সংবাদদাতাঃ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আবারও গর্জে উঠলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। তিনি আজ সোমবার এক টুইট বার্তায় লেখেন, ‘এটা কী ধরনের 'অমৃত কাল'? যেখানে মুদ্রাস্ফীতি জনগণকে দরিদ্র করে তুলেছে! সম্প্রতি প্রকাশিত সাম্প্রতিক কিছু রিপোর্টে বলা হয়েছে-দেশের ৭৪ শতাংশ মানুষ স্বাস্থ্যকর খাবার খেতে পারে না। গত ৫ বছরে একটি সাধারণ প্লেটের দাম বেড়েছে ৬৫ শতাংশ। ২০০ টাকা ভর্তুকি থাকা সত্ত্বেও, উজ্জ্বলা যোজনার প্রতি চারজন সুবিধাভোগীর মধ্যে একজন গত বছর শূন্য বা একটি এলপিজি সিলিন্ডার রিফিল নিয়েছিলেন। ব্যাপক লুটপাট হচ্ছে।  মোদী সরকার কর্তৃক বাস্তবায়িত মুদ্রাস্ফীতির কারণে দেশের প্রতিটি অংশ ভুগছে, যে কারণে প্রতিদিন জনসাধারণকে নতুন নতুন শাগুফা পরিবেশন করা হচ্ছে। মুদ্রাস্ফীতি ই আসল ইস্যু এবং আমরা ভারতের জনগণ এটি নিয়ে প্রশ্ন তুলতে থাকব। বিজেপি সৃষ্ট মুদ্রাস্ফীতিকে পরাজিত করে ইন্ডিয়া জোট (I.N.D.I.A.) জিতবেই।‘