সাসপেন্ড ১০০-রও বেশি সাংসদ, কেন্দ্রকে প্রশ্নবাণে বিদ্ধ করলেন খাড়গে

কার্যত নজিরবিহীন ঘটনা ঘটে গিয়েছে সংসদের ইতিহাসে। শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে ১৪১ জন সাংসদকে। এহেন ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে তীব্র শোরগোল পড়ে গিয়েছে।

author-image
SWETA MITRA
New Update
kharge.jpg

নিজস্ব সংবাদদাতাঃ চলতি শীতকালীন অধিবেশনে সংসদ থেকে বরখাস্ত হওয়া সাংসদের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪১ জনে । আর এদিকে এই নিয়ে এবার গর্জে উঠলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। তিনি আজ এক টুইট বার্তায় লেখেন, ‘১৪১জনসংসদসদস্যকেসাময়িকবরখাস্তকরাহয়েছেকারণতারাগুরুতরনিরাপত্তালঙ্ঘনেরবিষয়েস্বরাষ্ট্রমন্ত্রীরকাছথেকেবিবৃতিচেয়েছিলেন।জনঅনুপ্রবেশকারীরবিরুদ্ধেসন্ত্রাসবিরোধী, ইউএপিএআইনেমামলাদায়েরকরাহয়েছে।অনুপ্রবেশকারীদেরপ্রবেশেসহায়তাকারীবিজেপিসাংসদএখনওমুক্তরয়েছেনএবংএখনওতাকেজিজ্ঞাসাবাদকরাহয়নি।এটাকীধরনেরতদন্ত? সংসদেরনিরাপত্তারদায়িত্বেথাকাঊর্ধ্বতনকর্মকর্তাদেরকেনজবাবদিহিতারআওতায়আনাহচ্ছেনা? এখনইমাথাওঠাউচিতছিল।আপাতদৃষ্টিতেঅনুপ্রবেশকারীরাকয়েকমাসধরেএইপরিকল্পনাকরছে, এইবিশালগোয়েন্দাব্যর্থতারজন্যকেদায়ী?  পার্লামেন্টেরবহুস্তরবিশিষ্টনিরাপত্তারমধ্যে, কীভাবেদু'জনঅনুপ্রবেশকারীতাদেরজুতোরমধ্যেহলুদগ্যাসেরক্যানিস্টারলুকিয়েভবনেপ্রবেশকরেএবংভারতেরগণতন্ত্রেরগর্ভগৃহেপ্রায়পৌঁছেগেল? প্রধানমন্ত্রীতারদলদেশে 'একদলীয়শাসন' প্রতিষ্ঠাকরতেচায়।গণতন্ত্রকেধ্বংসকরার কাজ করছে এই সরকার। বিরোধীদলের সাংসদদেরসাসপেন্ডকরেতারাঠিকএটাইকরেছে।‘