লোকসভা ভোটে কংগ্রেসের নজরে মাত্র ১৮-২০টি আসন?

কংগ্রেসের নজরে লোকসভা ভোট।

author-image
SWETA MITRA
New Update
লোকসভা ভোটে কংগ্রেসের নজরে মাত্র ১৮-২০টি আসন.jpg

নিজস্ব সংবাদদাতাঃ বছর ঘুরলেই লোকসভা ভোট। আর আসন্ন এই ভোটের দিনক্ষণ এখনও অবধি ঘোষণা না হলেও রাজনৈতিক দলগুলিকে একপ্রকার উত্তেজনায় টগবগ করে ফুটছে। প্রস্তুতি তুঙ্গে রয়েছে রাজনৈতিক দলগুলির। এরই মাঝে প্রকাশ্যে এল অন্যতম বড় খবর। | আজবেঙ্গালুরুতেলোকসভানির্বাচননিয়েকর্নাটকেরমন্ত্রীএমবিপাতিল (M B Patil)বলেছেন, "হাইকমান্ডআমাদেরকাছথেকে২০টিআসনআশাকরছে।আমরাআশাবাদীআমরা১৮-২০টিআসন পাবো।“