কংগ্রেস জিতছে, জানিয়ে দিলেন মন্ত্রী!

রাজ্যসভা ভোটে জিতবে কংগ্রেস, আশাবাদী কংগ্রেস নেতা এবং কর্ণাটকের মন্ত্রী রামালিঙ্গা রেড্ডি।

author-image
Anusmita Bhattacharya
New Update
Congressflag.jpg

নিজস্ব সংবাদদাতা: রাজ্যসভা নির্বাচন সম্পর্কে, বেঙ্গালুরুতে কংগ্রেস নেতা এবং কর্ণাটকের মন্ত্রী রামালিঙ্গা রেড্ডি বলেন, 'আমাদের তিন প্রার্থীই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পাবে। কোনো ক্রস ভোটিং হবে না। ৩ জন কংগ্রেস ও ১ জন বিজেপি প্রার্থী থাকবেন। আমাদের স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা আছে। আমি জানি না জনার্ধন রেড্ডি কী করবেন, তিনি হয়তো কংগ্রেসকে সমর্থন করবেন'। 

Add 1

Addd 3

স

cityaddnew