BREAKING : ট্রাম্পের টুইট নিয়ে এবার বড় প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা কপিল সিব্বল !

কি বললেন কপিল সিব্বল ?

author-image
Debjit Biswas
New Update
kapil sibbal.jpg

নিজস্ব সংবাদদাতা - ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি প্রসঙ্গে ট্রাম্পের টুইট নিয়ে এবার বড় প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা কপিল সিব্বল। তিনি বলেন,''এই টুইট নিয়েও এখন অনেক প্রশ্ন উঠবে। কীভাবে, কেন এবং কী হলো—এই বিষয়ে আমাদের কোনও তথ্যই দেওয়া হয়নি।”

Kapil

এরপর তিনি বলেন,''আমরা আজ সরকারের কোনও সমালোচনা করছি না, আমরা শুধু চাই একটি বিশেষ সংসদীয় অধিবেশন ও সর্বদলীয় বৈঠক। তবে যতক্ষণ না প্রধানমন্ত্রী নিজে সেই বৈঠকে উপস্থিত থাকবেন, ততক্ষণ কেউ যেন ওই বৈঠকে অংশ না নেন।”