/anm-bengali/media/media_files/3IBudazMPjItfDRS972i.jpg)
নিজস্ব সংবাদদাতা: ঝাড়খণ্ডের কংগ্রেসের সাংসদ ধীরজ শাহুর বাড়ি থেকে ৩০০ কোটি টাকা উদ্ধারের পর এবার মুখ খুললেন কংগ্রেস নেতা জগদীশ শেট্টার। তাঁর দাবি, 'সরকারের উচিত দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া। তিন মাস আগে বেঙ্গালুরুতে দুই কন্ট্রাক্টরের বাড়ি থেকে ৯০ কোটি টাকা উদ্ধার করা হয়েছিল। সেই ঘটনার কী হল? কার টাকা ছিল সেটা? আয়কর বিভাগের উচিত সেটা প্রকাশ্যে আনা। আমি জানি যে বিজেপি অভিযোগ তুলেছে যে কংগ্রেসের এটা এবং কমিশন আদায়ের জন্য এই টাকা। তাহলে ৯০ কোটি টাকার কী হল? কার টাকা ছিল? কে ওই টাকার মালিক? এটাও আয়কর বিভাগের উচিত প্রকাশ্যে আনা'।
#WATCH | Hubli, Karnataka: On over Rs 200 crore cash recovered in the raid on Congress MP Dheeraj Sahu, Congress leader Jagadish Shettar says, "Government should take strict action against corrupt people. Rs 90 Cr was recovered from the house of two contractors in Bengaluru 3… pic.twitter.com/KybOhYcySL
— ANI (@ANI) December 9, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us