রাম মন্দির উদ্বোধন...যাবেন না...১১ লক্ষ দান করলেন এই কংগ্রেস নেতা!

কাল বাদে পরশু হবে রাম মন্দিরের উদ্বোধন। কংগ্রেস আমন্ত্রণ পেলেও সেখানে যাবে না আগেই জানিয়েছে। এবার ৯৩ বছরের এই কংগ্রেস নেতা করলেন বড় ঘোষণা। জানুন এখানে ক্লিক করে।

author-image
Anusmita Bhattacharya
New Update
ramai1

নিজস্ব সংবাদদাতা: রাম মন্দিরের 'প্রাণ প্রতিষ্ঠা' অনুষ্ঠান প্রসঙ্গে কংগ্রেসের প্রবীণ নেতা ডাঃ করণ সিং বলেন, 'আমার বয়স ৯৩ বছর, তাই সেখানে (অযোধ্যা) যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি রঘুবংশী এবং আমি ১১ লক্ষ টাকা দান করেছি। আমরা জম্মুর শ্রী রঘুনাথ মন্দিরে একটি বড় অনুষ্ঠানের আয়োজন করব'।