New Update
/anm-bengali/media/media_files/o9As5npHWgkUxmIW1Jzv.jpg)
নিজস্ব সংবাদদাতা - এবার ইন্ডি জোটকে নিয়ে বড় মন্তব্য করলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি.চিদাম্বরম। তিনি বলেন,''আমি এখনও এটা নিশ্চিত ভাবে বলতে পারছি না যে ইন্ডি জোট এখনও অটুট আছে কিনা। বিজেপি অনেক বেশি শক্তিশালী তাই কংগ্রেসকে একটি শক্তিশালী পার্টির সাথে লড়াই করার সক্ষমতা রাখতে হবে।'' স্বাভাবিক ভাবেই চিদাম্বরমের মতো একজন বর্ষীয়ান কংগ্রেস নেতার মুখে এই কথা শোনার পর, যথেষ্ট অস্বস্তিতে পড়েছে কংগ্রেস। যদিও চিদাম্বরমের এই মন্তব্যকে যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
/anm-bengali/media/media_files/vMP6pvtm9PNRO9t1tbAE.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us