উদ্ধার প্রায় ৩০০ কোটি টাকা, দায় ঝেড়ে ফেলল খোদ দল?

কংগ্রেস সাংসদের বাড়িতে আয়কর আধিকারিকরা এখনও অভিযান চালাচ্ছেন।

author-image
SWETA MITRA
New Update
money congresss.jpg

নিজস্বসংবাদদাতাঃকংগ্রেসেররাজ্যসভারসাংসদধীরাজসাহুকেকেন্দ্রকরেদেশে চাঞ্চল্য ছড়িয়েছে।তাঁরবাড়িঘরঘাঁটিথেকেপ্রচুরসম্পদেরসন্ধানপাওয়াগেছেবলেজানিয়েছেনআয়করদফতরেরআধিকারিকরা।সাংসদেরবাড়িথেকে এখনও অবধি প্রায় ৩০০ কোটি নগদ টাকা উদ্ধার হয়েছে বলে খবর। এদিকে এই ঘটনা নিয়ে প্রশ্ন তুললেন দলেরই এক নেতা।  এই বিষয়ে ঝাড়খণ্ডেরমন্ত্রীতথাকংগ্রেসনেতাবান্নাগুপ্তা (Banna Gupta) বলেন, ‘ধীরাজসাহুতাঁরবাবাপারিবারি মানুষ।তিনিএকটিবড়ব্যবসায়ীএবংবড়পরিবারেরসদস্য।তারাশতশতবছরধরেবড়ব্যবসাকরেআসছে।আয়করবিভাগেরস্পষ্টকরাউচিতযেএইঅর্থটিকোনপ্রেক্ষাপটে।এটাযেঘুষেরটাকাতানয়।তাঁরব্যক্তিগতব্যবসাআছে, দলেরসঙ্গেএরকোনওসম্পর্কনেই।ব্যাপারেআমরাকীকরব?’