/anm-bengali/media/media_files/uTsFCnVRObzbgPtVFfnk.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ যত সময় এগোচ্ছে ততই যেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর (Rahul Gandhi) চাপ বাড়ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) নিয়ে মন্তব্যের জন্য কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে উত্তরপ্রদেশের সুলতানপুর আদালতে সমন পাঠিয়েছে। এদিকে এই বিষয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা অশোক গেহলট (Ashok Gehlot) বলেছেন, "২০২৪ সালে বিজেপিকে সবকিছুর মূল্য দিতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে আভা আগে ছিল তা এখন আর নেই। তারা বুঝতে পারছে না যে বিজেপি গণতন্ত্রকে হত্যা করছে। ইডি, আইটি এবং সিবিআইকে মানুষের বাড়িতে পাঠানো হচ্ছে এবং তারা এই সংস্থাগুলির বিশ্বাসযোগ্যতা শেষ করছে। মানুষ এখন বুঝতে শুরু করেছে যে বিজেপি অন্য কিছু করে এবং অন্য কিছু বলে।"
#WATCH | On UP's Sultanpur court summon to Congress MP Rahul Gandhi over remarks on Union Home Minister Amit Shah, Rajasthan CM & Congress leader Ashok Gehlot says, "It will cost them (BJP) in 2024. The aura of PM Modi that was there earlier is no longer there. They are unable to… pic.twitter.com/QIPo1Xdhb2
— ANI (@ANI) November 30, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us