/anm-bengali/media/media_files/FLoR9WPlHmC6st3WrHV4.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ অন্ধ্রপ্রদেশের রেল দুর্ঘটনা (Train Accident) প্রসঙ্গে এবার বড় দাবি করলেন প্রাক্তন রেলমন্ত্রী তথা কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। আজ সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদ বলেন, ‘ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেই চলেছে। ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। একের পর এক রেল দুর্ঘটনা প্রতিনিয়ত সাধারণ মানুষের ক্ষতি করছে। সারা দেশে কেন্দ্রীয় সরকার এবং রেল মন্ত্রকের তরফ থেকে অনেক শোরগোল করা সত্ত্বেও, এই ধরনের ঘটনা থেকে কোনও স্বস্তি পাওয়া যায়নি। প্রথমে বালাসোর এবং এখন অন্ধ্রপ্রদেশ, মাত্র ৫ মাসের ব্যবধানে ভারতে দুটি ট্রেন দুর্ঘটনা ঘটেছে। এদিকে বিহারের বক্সারে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে কয়েকজন যাত্রী নিহত হয়েছেন। সরকার বন্দে ভারতের মতো ট্রেনের প্রচারে ব্যস্ত কিন্তু রেলের সুরক্ষা ও নিরাপত্তার মৌলিক প্রয়োজন উপেক্ষা করছে।‘ শুনুন তাঁর বক্তব্য...
#WATCH दिल्ली: आंध्र प्रदेश ट्रेन दुर्घटना पर कांग्रेस नेता अधीर रंजन चौधरी ने कहा, "ट्रेनों के पटरी से उतरने की दुर्घटनाओं से कोई राहत नहीं मिल रही है, जिससे लगातार आम लोगों को नुकसान हो रहा है। देश भर में इस सरकार(केंद्र सरकार) और रेल मंत्रालय द्वारा बहुत शोर मचाये जाने के… pic.twitter.com/1ArOiULhYO
— ANI_HindiNews (@AHindinews) October 30, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us