/anm-bengali/media/media_files/yBd22iJvnxO6V3mPYMSD.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ফের একবার আলোচনায় উঠে এল সনাতন ধর্ম (Sanatan Dharma)। হরিদ্বারের কংগ্রেস নেতা আচার্য প্রমোদ এই সনাতন ধর্ম নিয়ে বিশেষ কথা বলেছেন। তাঁর দাবি, 'সনাতন ধর্মের অপব্যবহার ধর্মনিরপেক্ষতা নয়। সনাতন ধর্মের অপব্যবহার দেশের বহু মানুষকে আঘাত করছে। সনাতন ছাড়া ভারত কল্পনাও করা যায় না। 'সনাতন ধর্ম'-এর অপমান এখন ফ্যাশনে পরিণত হয়েছে। কখনও কোনও এসপি নেতা এটির অপব্যবহার করেন, অন্য সময় ডিএমকে নেতা এটিকে গালি দেন। তারা সবাই সংবিধানের শপথ নিয়েছেন। তাই আমি মনে করি, সংবিধানের শপথ নেওয়ার পর যদি কোনও নেতা সনাতন ধর্মের অপমান করেন, তাহলে তাঁদের বরখাস্ত করা উচিৎ।‘
#WATCH | Haridwar: Congress leader Acharya Pramod says, "Abusing 'Sanatana Dharma' is not Secularism... This act (abusing 'Sanatana Dharma') is hurting several people in the country... One can not even imagine India without Sanatana... Abusing 'Sanatana Dharma' has become a… pic.twitter.com/Kz4Gxm6Lqh
— ANI (@ANI) September 24, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us