BIG UPDATE: কংগ্রেস থেকে বহিষ্কৃত! আজই এই দলে যোগ দিচ্ছেন...

কংগ্রেস থেকে বহিষ্কৃত হয়েছেন এই নেতা। এবার কী করবেন তিনি আজ?

author-image
Anusmita Bhattacharya
New Update
krishnam

নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস থেকে 'বহিষ্কৃত হয়েছেন নেতা আচার্য প্রমোদ কৃষ্ণম। এবার এই নিয়ে তিনি বলেন, "আমি কিছু বলতে চাই না, দুপুর ১:০০ টায় কল্কি ধামে আমি একটি সাংবাদিক সম্মেলন করব এবং সেখানে যা বলার বলব'। তাহলে কি এবার অন্য দলে যাচ্ছেন তিনি? শুরু জল্পনা।