হিমাচলের মানুষের ওপরই ভাগ্য ছাড়ছে হাত শিবির

'আমাদের সরকার দরিদ্র মানুষের উন্নতির জন্য কাজ করেছে'।

New Update
Himachal Assembly polls: ৩০,০০০ নিরাপত্তা কর্মী মোতায়েন

File Picture

নিজস্ব সংবাদদাতা: হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু আসন্ন নির্বাচন নিয়ে এদিন বলেন, “মান্ডি এবং সিমলার কৌশল ভিন্ন হবে। আমাদের সরকার দরিদ্র মানুষের উন্নতির জন্য কাজ করেছে। আমাদের সবচেয়ে বড় কাজগুলির মধ্যে একটি ছিল মহিলাদের সম্মান এবং তা ছিল 'পেয়ারি বেহনা যোজনা'। সরকার গঠনের পর, হিমাচল প্রদেশে প্রথম মন্ত্রীসভায়  ওপিএস প্রদানের চেষ্টা করে আমাদের সরকার। যেখানে রাজস্থানে, বিজেপি সরকার গঠনের পর ওপিএস বিজ্ঞপ্তি প্রত্যাহার করেছে। এতেই বোঝা যায়, কারা সাধারণের জন্যে ভাবে। আর সেটা মানুষও বুঝছে”।

ASDFGHJKL

himachal simla.JPG

Add 1