'নারী সংরক্ষণ' নিয়েও এবার বিজেপিকে নিশানা কংগ্রেসের

নারী সংরক্ষণ বিল ২০১০ সালে এই বিলটি প্রথম রাজ্যসভায় পাশ হয়েছিল। ২০২৩ সালে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় ক্যাবিনেট অনুমোদন দিয়েছে নারী সংরক্ষণ বিলে। বিরোধীরা একযোগে দাবি তুলেছিল যাতে সংসদের এই বিশেষ অধিবেশনে নারী সংরক্ষণ বিল পাশ করানো হয়।

author-image
Pallabi Sanyal
19 Sep 2023
asa

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : তৃণমূল সমর্থন করলেও নরী সংরক্ষণ বিল নিয়ে উল্টো পথে কংগ্রেস! লোকসভা-রাজনীতি দেখছেন কপিল সিব্বল। সামনেই লোকসভা নির্বাচন। গদি ধরে রাখতেই কি বহু বছর অপক্ষা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এভাবেই খোঁচা দিলেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ। কপিল সিব্বল বলেন,"কেন প্রধানমন্ত্রী মোদী প্রায় ১০ বছর ধরে নারী সংরক্ষণ বিলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করেছিলেন? কারণ ২০২৪-এর লোকসভা নির্বাচন আসন্ন। তাই, এটাই রাজনীতি বিজেপির।"