New Update
/anm-bengali/media/media_files/gxIQDoPMDSrzExrNQh5k.jpg)
নিজস্ব সংবাদদাতা: রাজস্থানে নির্বাচন আসন্ন। তার আগে বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজস্থান সফর করছেন। রাজস্থানের চিতোরগড়ে বর্তমানে প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছেন। সেখান থেকেই এবার তিনি কংগ্রেসকে করে ভাষায় নিশানা করেছেন। তিনি বলেছেন, "রাজস্থানের কংগ্রেস সরকার গত ৫ বছরে রাজ্যের মূল ধ্বংস করেছে"। ফলে তিনি কংগ্রেস কংগ্রেস থাকলে রাজস্থানের আর উন্নয়ন হবে কিনা সেই বিষয়ে প্রশ্ন তুলে দিয়েছেন।
Rajasthan | "The Congress government in Rajasthan has destroyed the roots of the state in the past 5 years," says Prime Minister Narendra Modi in Chittorgarh pic.twitter.com/8MPS5mNyJQ
— ANI (@ANI) October 2, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us