কংগ্রেসের নজরে ৫ রাজ্য, আগামীকাল বড় কিছুর ইঙ্গিত নেতার

আগামী বছরের সাধারণ নির্বাচনের আগে সম্প্রতি ৬ রাজ্যের সাতটি আসনের উপনির্বাচনে বিরোধী জোটের সদস্যরা চারটি জয় লাভ করেছে। বিজেপি জিতেছে তিনটি আসনে।

author-image
SWETA MITRA
New Update
rahu kc.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ২০২৪ সালের লোকসভা ভোটের আগে কংগ্রেসের (Congress) নজরে রয়েছে দেশের ৫টি রাজ্য। আর এই রাজ্যগুলিতে ‘হাত’ চিহ্ন আনতে মরিয়া কংগ্রেস শিবির। আজ শুক্রবার কংগ্রেসেরসাধারণসম্পাদককেসিবেণুগোপাল (KC Venugopal) বড় মন্তব্য করেছেন। তিনিবলেছেন, "আগামীকালশনিবার আমরাহায়দরাবাদেপ্রথমসিডব্লিউসিকরবযেখানেআসন্ননির্বাচনেরপ্রস্তুতিনিয়েআলোচনাহবে।আমরানিশ্চিতযেআমরাতেলেঙ্গানাসহপাঁচটিরাজ্যেসরকারগঠনকরতেযাচ্ছি।“