কারুর ছোট সাইজ, কারুর মাঝারি এবং কারুর বড়! এ কী বলে বসলেন এই কংগ্রেস নেতা?

বিজেপির ওয়াশিং মেশিন নীতিকে কটাক্ষ করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক (ইনচার্জ কমিউনিকেশনস) জয়রাম রমেশ। কেন্দ্রীয় মন্ত্রীকেও আক্রমণ করেছেন তিনি। 

author-image
Anusmita Bhattacharya
New Update
CONGRESS JAIRAM RAMWSH.jpg

নিজস্ব সংবাদদাতা: 'যাদের ওয়াশিং মেশিন দরকার তারা কংগ্রেস ছাড়ছেন। আসামের মুখ্যমন্ত্রী হোক বা অন্য কেউ, যে যে কংগ্রেস ছেড়েছে তারা ওয়াশিং মেশিনের সুবিধাভোগী। সকলেরই একটি ওয়াশিং মেশিন দরকার,  কারুর ছোট সাইজের, কারুর মাঝারি এবং কারুর বড় সাইজের ওয়াশিং মেশিন দরকার', গোয়ালিয়রে এসে এমনটাই জানালেন কংগ্রেসের সাধারণ সম্পাদক (ইনচার্জ কমিউনিকেশনস) জয়রাম রমেশ। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকেও আক্রমণ করেছেন তিনি।