লোকসভা নির্বাচনের আগে, হিমাচলে মুখ থুবড়ে পড়ল কংগ্রেস

এই ছয় বিধায়ককে দলীয় উত্তরীয় পরিয়ে বরণ করে নিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: লোকসভা নির্বাচনের আগেই কি তবে হিমাচলে হেরে যেতে বসেছে কংগ্রেস? অন্তত আজকের জয়েনিং এই প্রশ্নই জোরালো করছে।

1brgty.png

হিমাচল প্রদেশের ছয় বিদ্রোহী বিধায়ক- সুধীর শর্মা, রবি ঠাকুর, ইন্দর দত্ত লখনপাল, দেবেন্দ্র ভুট্টো এবং চৈতন্য শর্মা যোগ দিলেন পদ্ম শিবিরে। হিমাচল প্রদেশের বিজেপি সভাপতি রাজীব বিন্দাল এবং কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের উপস্থিতিতে বিজেপিতে যোগদান করলেন এই ৬ জন। এই ছয় বিধায়ককে দলীয় উত্তরীয় পরিয়ে বরণ করে নিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী।

gfghytbthy.png

Add 1

cityaddnew

স