জানা গেল আসল সত্য, কংগ্রেস সরাসরি বিজেপির বিরোধীতা করছে না!

'রাহুল গান্ধী কেরালায় অ্যানি রাজার-এর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
rahul modi india.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এদিন বলেন, "রাহুল গান্ধী কেরালায় আসছেন এবং অ্যানি রাজার-এর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অ্যানি রাজা সিপিআইয়ের একজন জাতীয় নেতা। মণিপুর ইস্যুতে বিজেপি সরকারের অন্যায়কে জোরালোভাবে ডাকার জন্য তাকে দেশবিরোধী বলা হয়েছিল। এতে রাহুল গান্ধীর ভূমিকা কী ছিল? তিনি কি এ বিষয়ে কিছু বলতে পারেন? দেশ যখন এমন অনেক প্রতিবাদ দেখেছে, আমরা সবসময় অ্যানি রাজাকে সেখানে উপস্থিত দেখতে পেতাম। কিন্তু আমরা কি কংগ্রেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা রাহুল গান্ধীকে দেখেছি? তারা কে কোথা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে তা তারাই ঠিক করুন, তবে অনুপযুক্ত নিয়ে সারা দেশে আলোচনা হয়েছিল। সবাই কেরালায় আসার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছে কিন্তু কেন্দ্রে সরাসরি বিজেপির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে না”।

rahul gandhii th.jpg

pinarayi-vijayan.jpg

Add 1