সমাজে ভ্রাতৃত্ববোধ নষ্ট করার চেষ্টা করছে বিজেপি সরকার! উঠল বিস্ফোরক দাবি

উত্তরপ্রদেশের কানওয়ার রুটের খাবারের দোকানগুলিতে 'নেমপ্লেট' লাগানোর নির্দেশ প্রসঙ্গে বিশেষ মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রাই।

author-image
Probha Rani Das
New Update
ajay raiqw1.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশের কানওয়ার রুটের খাবারের দোকানগুলিতে 'নেমপ্লেট' লাগানোর নির্দেশ প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রাই বলেন, "এটা একেবারেই অবাস্তব। তারা সমাজে ভ্রাতৃত্ববোধ নষ্ট করার চেষ্টা করছে, মানুষের মধ্যে দূরত্ব তৈরির চেষ্টা করছে। অবিলম্বে এটি বাতিল করা উচিত।

ajay rai.jpg

Adddd