নিজস্ব সংবাদদাতা: বিহারের নির্বাচন শেষ হওয়ার পর রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। এ পরিস্থিতিতে কংগ্রেস বিধায়ক ও ভাগলপুরের প্রার্থী অজিত শর্মা বলেছেন, গণনা শেষ না হওয়া পর্যন্ত জয়-পরাজয় নিয়ে মন্তব্য করা ঠিক নয়।
/anm-bengali/media/post_attachments/dc3d9954-b6e.png)
অজিত শর্মা বলেন, “আজ ভোট শেষ হয়েছে। গণনা না হওয়া পর্যন্ত কে বলতে পারে কে জিতবে?… আমি ভাগলপুরে নির্বাচন লড়ছি। এখনই কি বলে দিতে পারি যে আমি জিতছি? সিদ্ধান্ত নেয় জনগণই…” তিনি আরও দাবি করেন, “মহাগঠবন্ধনই সরকার গঠন করবে… এক্সিট পোল সম্পূর্ণ ভুল।”
ভাগলপুরে কংগ্রেস প্রার্থী অজিত শর্মার মন্তব্য — “এক্সিট পোল সম্পূর্ণ ভুল”
“ফলাফল গণনা না হওয়া পর্যন্ত কেউ নিশ্চিতভাবে বলতে পারে না”।
নিজস্ব সংবাদদাতা: বিহারের নির্বাচন শেষ হওয়ার পর রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। এ পরিস্থিতিতে কংগ্রেস বিধায়ক ও ভাগলপুরের প্রার্থী অজিত শর্মা বলেছেন, গণনা শেষ না হওয়া পর্যন্ত জয়-পরাজয় নিয়ে মন্তব্য করা ঠিক নয়।
অজিত শর্মা বলেন, “আজ ভোট শেষ হয়েছে। গণনা না হওয়া পর্যন্ত কে বলতে পারে কে জিতবে?… আমি ভাগলপুরে নির্বাচন লড়ছি। এখনই কি বলে দিতে পারি যে আমি জিতছি? সিদ্ধান্ত নেয় জনগণই…” তিনি আরও দাবি করেন, “মহাগঠবন্ধনই সরকার গঠন করবে… এক্সিট পোল সম্পূর্ণ ভুল।”