রাম মন্দিরের আমন্ত্রণ প্রত্যাখ্যান, নীরবতা ভাঙল কংগ্রেস

এতোদিন কোনও প্রতিক্রিয়া আসেনি হাত শিবির থেকে।

author-image
Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
ayo-cong.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: অযোধ্যা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার আমন্ত্রণ পত্র প্রত্যাখ্যান করে বেশ সমস্যায় পড়েছে কংগ্রেস। বিরোধীদের নিশানায় চলে এসেছে তারা। এই নিয়ে এতোদিন কোনও প্রতিক্রিয়া আসেনি হাত শিবির থেকে। তবে এবার নীরবতা ভাঙল কংগ্রেস।

রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস নেতা অশোক গেহলট এদিন এই প্রসঙ্গে বলেন, “ভগবান রাম সকলের। তবে এই ‘প্রাণ প্রতিষ্ঠা’ বিজেপি-আরএসএসের কর্মসূচিতে পরিণত হয়েছে। কীভাবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী এগুলো মেনে নেন? অধীর রঞ্জন চৌধুরী কি সেখানে যেতে পারেন যখন এটি একটি বিজেপি-আরএসএস প্রোগ্রামে পরিণত হবে? তাই এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করা হয়েছে। তার মানে এই নয়, ভগবান রামকে অপমান করা হয়েছে। এটা বিজেপির ভুল ব্যাখ্যা”।

 

hiren