‘তেলেঙ্গানার স্বপ্ন ভেঙ্গে দিয়েছে কংগ্রেস’

কংগ্রেস আর বিআরএসকে একহাত নিলেন প্রধানমন্ত্রী মোদি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
GIxnBmKW0AAZF19.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: তেলেঙ্গানার নাগারকুর্নুলে একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে কংগ্রেস আর বিআরএসকে একহাত নিলেন প্রধানমন্ত্রী মোদি।

narendra modii rty.jpg

এদিন তিনি বলেন, “কংগ্রেস এবং বিআরএস তেলেঙ্গানার সমস্ত স্বপ্ন ভেঙে দিয়েছে। প্রথমে এটি ছিল বিআরএসের 'মহা লুট' এবং এখন এটি কংগ্রেসের 'বুড়ি নজর'। কংগ্রেসের জন্য, তেলেঙ্গানাকে ধ্বংস করার জন্য ৫ বছরই যথেষ্ট। আর সময় দেওয়া যায় না তাঁদেরকে। কেননা যতদিন তারা থাকবে, তারা তেলেঙ্গানার স্বপ্নকে ভেঙে চুরমার করবে”।

GIxlMjRa8AA9jWO.jpg

Add 1

cityaddnew

স