প্রধানমন্ত্রী মোদী 'বিষাক্ত সাপ', সোনিয়া গান্ধী 'বিষ কন্যা', মন্তব্যকে ঘিরে শুরু তরজা

প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি বিধায়ক ইয়াতনাল। তার করা বক্তব্য এখন আরেকটি বিতর্কের জন্ম দিয়েছে।

author-image
SWETA MITRA
New Update
modi sonia.jpg

নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকে আসন্ন বিধানসভা ভোটকে কেন্দ্র করে বাড়ছে রাজনৈতিক পারদ। সেইসঙ্গে রাজনৈতিক দলগুলি একে অপরকে আক্রমণ করার মাত্রাও বাড়িয়ে দিয়েছে। গতকাল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিষাক্ত সাপ  বলেছিলেন। এদিকে  প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে (Sonia Gandhi) নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন কর্ণাটকের বিজেপি বিধায়ক ইয়াতনাল। তিনি সোনিয়া গান্ধীকে বিষকন্যা বলেছেন। এহেন দুই রাজনৈতিক নেতার মন্তব্যকে ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। তিনি বলেছেন, 'কর্ণাটকের এক বিজেপি বিধায়ক সোনিয়া গান্ধীকে 'বিষকন্যা' বলে অভিহিত করেছেন।মানুষ জানতে চায় এই ইস্যুতে প্রধানমন্ত্রী মোদী ও অমিত শাহ কী বলছেন।'