/anm-bengali/media/media_files/trJFTJw9A884psCgVzD0.jpg)
নিজস্ব সংবাদদাতা : মহিলাদের সিটে বসে অশ্লীল ক্রিয়ার অভিযোগ যুবকের বিরুদ্ধে। অভিযুক্তের নাম সাভাদ শাহ। কেরলের কোঝিকোড় থেকে বাসে ওঠেন তিনি। এরপর দুজন যুবতীর মাঝে মহিলা সংরক্ষিত আসনে বসে পড়েন। তারপরই শুরু হয় অশ্লীল ক্রিয়া। প্যান্টের জিপে খুলে লিঙ্গ স্পর্শ করতে থাকেন বলে অভিযোগ। ট্যুইটারে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ইনকগনিটো নামে ট্যুইটার হ্যান্ডেল থেকে ভিডিওটি পোস্ট করে এমনই বর্ননা দেওয়া হয়েছে। এমনকি এই ঘটনায় কোনো যাত্রী এগিয়ে আসেননি বলেও অভিযোগ করা হয়েছে। কনডাক্টর একমাত্র সাহস দেখান রুখে দাঁড়ানোর। তারপর নন্দিনী নামে এক মহিলা যাত্রীও এগিয়ে আসেন। প্রথমে বাসের কন্ডাক্টর কে কে প্রদীপ অভিযুক্ত যুবক বাস থেকে নেমে পালানোর চেষটা করলে তাকে থামানোর চেষ্টা করেন এবং পরে পুলিশ কনডাক্টরের সহায়তায় অভিযুক্তকে ধরে ফেলে। অভিযুক্ত সম্ভবত কেরলের কংগ্রেস অ্যালি ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ ও পিএফএইয়ের সদস্য। সিএএ -র বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন তিনি।
Savad Sha of Kozhikode boarded the bus & sat on a seat reserved for women between two girls.
— Incognito (@Incognito_qfs) May 19, 2023
He then opened his zip & started touching himself. This brave girl Nandita confronted him & filmed him.
Conductor KK Pradeep tried stopping him & later police caught him with his help. pic.twitter.com/nDqf8vtG0E
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us