বেড়ে গেল ছুটি! সমস্ত গর্ভবতী মহিলাদের জন্য সুখবর

শিশুদের যাতে করে সঠিক যত্ন করা হয় সেই বিষয়ে নীতি আয়োগ নিল বড় স্টেপ। দেশের সব গর্ভবতী মহিলাদের জন্য আনন্দের এবং একইসঙ্গে স্বস্তির খবর।

New Update
pregnant

নিজস্ব সংবাদদাতা: আর ৬ মাস নয়, এবার থেকে ৯ মাস মাতৃত্বকালীন ছুটি (Maternity Leave) পেতে চলেছেন দেশের সব চাকুরিরতা গর্ভবতী মহিলারা (Working Women)। দেশের সমস্ত সরকারি এবং বেসকারি সংস্থাকে এই মর্মে প্রস্তাব পাঠাল কেন্দ্রের নীতি আয়োগ (NITI Aayog)। সদ্যোজাতের সঠিক যত্নের কথা ভেবেই নীতি আয়োগের সদস্য ভিকে পল (VK Paul) এই বিষয়ে বিবৃতি জারি করেন। ২০১৭ সালে সংসদে যে সংশোধিত মেটারনিটি বেনিফিট বিল ২০১৬ পাশ হয় তাতে মাতৃত্বকালীন ছুটি ১২ সপ্তাহ থেকে বেড়ে ২৬ সপ্তাহ হয়।