কমিশনের কড়া ডোজ, মৃত্যুহীন বুথের সংখ্যা নেমে এল মাত্র ৭-এ

গোটা রাজ্যে এমন বুথের সংখ্যা এখন মাত্র ৭।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
election commission  a

File Picture

নিজস্ব সংবাদদাতা: রাজ্যে এসআইআর (Special Summary Revision) প্রক্রিয়া যত এগোচ্ছে, ততই বাড়ছে উদ্বেগ। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে বাদ পড়তে চলা নামের সংখ্যা। নির্বাচন কমিশনের সর্বশেষ রিপোর্ট বলছে, এখনও পর্যন্ত আনকালেক্টেড এনুমারেশন ফর্মের সংখ্যা দাঁড়িয়েছে ৫২,৯৯,৬৬৩। মাত্র একদিনে এই সংখ্যা বেড়েছে প্রায় ৩ লক্ষ।

কমিশনের তথ্য অনুযায়ী—
* মৃত ভোটারের সংখ্যা: প্রায় ২৩ লক্ষ
* কেন্দ্র বদল করেছেন: ১৮ লক্ষ ৫০ হাজারের বেশি
* খোঁজ মেলেনি: ৯ লক্ষেরও বেশি
* ডুপ্লিকেট এন্ট্রি: ১ লক্ষ ২২ হাজার

এদিকে, বহুদিন ধরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা মৃত্যুহীন ভোট কেন্দ্র নিয়েও বড় পরিবর্তন। চার অঙ্ক থেকে সরাসরি নেমে এল এক অঙ্কে। বুধবারের রিপোর্ট অনুযায়ী, গোটা রাজ্যে এমন বুথের সংখ্যা এখন মাত্র ৭। ১ সেপ্টেম্বর সংখ্যাটা ছিল ২,২০৮।

SIR

জানা গেছে, জেলা প্রশাসনগুলির পাঠানো রিপোর্ট খতিয়ে দেখে কমিশন ফের জানতে চেয়েছিল— সংশ্লিষ্ট বুথগুলিতে সত্যিই কি কোনও ভোটারের মৃত্যু হয়নি? এই প্রশ্ন পৌঁছয় ইআরও থেকে বিএলও-দের কাছে। প্রশাসনিক মহলে এই নিয়ে ব্যাপক চাপানউতোর শুরু হয়েছে।

ওয়াকিবহাল মহলের মতে, কেন্দ্রীয় নির্বাচন কমিশন নজর না দিলে ভুল থেকে যেতেই পারত। অনেকের আশঙ্কা, এই গলদ চূড়ান্ত ভোটার তালিকায় ছাপ ফেলতে পারত। তবে যেভাবে মৃতুহীন বুথের সংখ্যা দ্রুত কমছে, বিশেষজ্ঞদের ধারনা— তা খুব শিগগিরই শূন্যে নামতে পারে।

নয় শুধুই নাম বাদ— ক্রমাগত বেড়ে চলা তথ্যের অসামঞ্জস্যতা, খোঁজ মিলছে না লক্ষ লক্ষ ভোটারের— সব মিলিয়ে এসআইআর প্রক্রিয়া এখন রাজ্যে বিতর্কের কেন্দ্রে।