BREAKING: ফের কমলো এলপিজি (LPG) সিলিন্ডারের দাম ! দেখুন নতুন দাম

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : তেল বিপণন সংস্থার নির্দেশ অনুযায়ী, আজ থেকে ফের একবার কমানো হল বাণিজ্যিক এলপিজি (LPG) গ্যাস সিলিন্ডারের দাম। এই সিদ্ধান্ত অনুযায়ী ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম, সিলিন্ডার প্রতি ৫৮.৫০ টাকা কমেছে। নতুন দাম অনুযায়ী, এবার দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের খুচরা বিক্রয়মূল্য হবে প্রায় ১৬৬৫ টাকা, যা আজ ১ জুলাই থেকে কার্যকর হবে। তবে ১৪.২ কেজির গৃহস্থালি এলপিজি (LPG) সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। এই পরিবর্তনের ফলে কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম হল ১৭৬৯ ( প্রায় ৫৭ টাকা কম ) টাকা এবং গৃহস্থালি গ্যাসের দাম হল ৮৭৯ (দাম অপরিবর্তিত) টাকা। 

Commercial Cylinders