/anm-bengali/media/media_files/tiJHurQTYg14hc0VITfK.jpg)
নিজস্ব সংবাদদাতা: দিল্লিতে আজ নতুন সংসদ ভবনের সূচনা অনুষ্ঠান চলছে। অপরদিকে দীর্ঘদিন ধরে বিক্ষোভ দেখাচ্ছেন কুস্তিগীররা। তারা আজ দিল্লিতে তুনন সংসদ ভবনের সামনে মিছিল করবেন বলে জানা যাচ্ছে। আর এই মিছিলেই অংশ নেবেন কৃষক নেতারা। এছাড়াও মিছিলে অংশ নেবেন খাপ পঞ্চায়েতের নেতারা। যার ফলে উত্তেজনা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা রয়েছে। তাই পূর্বেই গাজীপুর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মিছিলে যাতে কোনও রকম উত্তেজনা সৃষ্টি না হয়। সেইদিকে নজর রাখা হচ্ছে। উল্লেখ্য, বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে নারীদের প্রতি অসম্মানজনক আচরণের অভিযোগ এনেছেন কুস্তিগীররা। তার বিরুদ্ধে দিল্লিতে দীর্ঘদিন ধরে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। তবে নিজেকে নির্দোষ এবং ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেছেন ব্রিজ ভূষণ শরণ সিং।
#WATCH | Security tightened near Ghazipur border area; Khap panchayat leaders, farmers to join protesting wrestlers' march to new parliament house in Delhi today pic.twitter.com/yGKbzyDoHm
— ANI (@ANI) May 28, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us