New Update
/anm-bengali/media/media_files/VQVd3GHdVDyq43TD3Neb.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্পেশাল ইনভেস্টিগেশন অ্যান্ড ইন্টেলিজেন্স ব্রাঞ্চ (এসআইআইবি)/কুরিয়ার সেল, এপিএসসি, মুম্বইয়ের কর্মকর্তারা জুতোর খোল থেকে ৯৯ গ্রামের কোকেন উদ্ধার করল।উদ্ধার হওয়া কোকেনের আনুমানিক বাজারমূল্য ১০ লক্ষ টাকা। জানা গিয়েছে, ৩ জোড়া জুতোর খোল কেটে কোকেন উদ্ধার করা হয়। সূত্রে খবর, ঘটনায় ১ নাইজেরিয়ান ও ১ ভারতীয়কে আটক করা হয়েছে। তিন দিন ধরে নিয়ন্ত্রিত ডেলিভারি অভিযানের পর সাফল্য পেল মুম্বই কাস্টমস। ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই কাস্টমস।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us