New Update
/anm-bengali/media/media_files/3yFOBALQsU9fnYa45gjq.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: রাতের অভিযানে ভারতীয় কোস্ট গার্ডের দারুণ সাফল্য। একটি সার্চ অ্যান্ড রেসকিউ অভিযানে নেমে প্রায় ১১ জনকে উদ্ধার করলো ভারতীয় কোস্ট গার্ডের সদস্যরা। যা জানা যাচ্ছে, গত রাতে ভারতীয় কোস্ট গার্ডের কাছে খবর আসে, MV ITT PUMA নামের একটি জাহাজ সাগর দ্বীপের 70nm দক্ষিণে ডুবে গেছে। জাহাজটি কলকাতা থেকে পোর্টব্লেয়ার যাচ্ছিল, আর মুম্বইয়ে দুর্ঘটনাটি ঘটে।
/anm-bengali/media/media_files/vnsPi9oAEqgdyrs7fTtg.jpeg)
এরপরই তড়িঘড়ি খবর পেয়ে ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ ‘সারং’,‘অমোঘ’ এবং সিজি ডর্নিয়ার প্রতিকূল আবহাওয়ার মধ্যেই এই অভিযান চালায় এবং সাফল্য লাভ করে।
/anm-bengali/media/media_files/NRraxZ2qNAHfKyXDpnkl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us