ভোরের আলো ফুটতে না ফুটতেই ফের লাইনচ্যুত এক্সপ্রেস ট্রেন, আতঙ্ক

লাইনচ্যুত হয়ে গেল এক্সপ্রেস ট্রেন। আবারও প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা।

author-image
SWETA MITRA
New Update
trainsss.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ফের একবার দেশে রেল দুর্ঘটনা ঘটে গেল। আবারও একবার লাইনচ্যুত হয়ে গেল যাত্রীবাহী ট্রেন। জানা গিয়েছে, আজ কেরলের (Kerala) কান্নুর-আলাপ্পুঝার কামরা (১৬৩০৮) (Kannur-Alappuzha Executive express) কান্নুর ইয়ার্ডে শান্টিং প্রক্রিয়া চলাকালীন লাইনচ্যুত হয়। ট্রেনটি আজ ভোর ৫টা ১০ মিনিটে কান্নুর থেকে ছাড়ার কথা ছিল, কিন্তু লাইনচ্যুত হওয়ার কারণে সেটি সকাল ৬টা ৪৩ মিনিটে ছাড়ে। লাইনচ্যুত বগিগুলো ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।