BREAKING : পাকিস্তানের মানুষকে জিজ্ঞেস করুন ব্রহ্মসের ক্ষমতা ! ব্রহ্মস মিসাইল নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন যোগী আদিত্যনাথ

কি বললেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ?

author-image
Debjit Biswas
New Update
cm yogi adityanath ji.jpg

নিজস্ব সংবাদদাতা - সম্প্রতি উত্তর প্রদেশে ব্রহ্মস মিসাইল উৎপাদন করার জন্য, একটি নতুন ইউনিট খোলার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। আর এইবার এই প্রসঙ্গেই বড় মন্তব্য করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন,''আপনারা ব্রহ্মস মিসাইলের ক্ষমতার একটা ঝলক দেখেছেন। যদি না দেখে থাকেন তাহলে পাকিস্তানের মানুষকে জিজ্ঞেস করুন ব্রহ্মসের ক্ষমতা সম্পর্কে।''

yogi adityanath rt.jpg

 এরপর সন্ত্রাসবাদ প্রসঙ্গে তিনি বলেন,''সন্ত্রাসবাদ কখনও ভালোবাসার ভাষা বোঝে না, তাকে তারই ভাষায় জবাব দিতে হয়। অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারত সেই বার্তাই দিয়েছে গোটা বিশ্বকে।''