New Update
/anm-bengali/media/media_files/x4a2a1ctEpYwJUIqqrn5.png)
ওয়াইএস শর্মিলাকে গ্রেফতার করা হলো
নিজস্ব সংবাদদাতা: তেলেঙ্গানার (Telangana) এক পুলিশকর্তাকে চড় মেরেছেন। গ্রেফতার করা হলো অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির (YS Jagan Mohan Reddy) বোন ওয়াইএস শর্মিলাকে (YS Sharmila)। জানা গিয়েছে যে হায়দরাবাদে তেলেঙ্গানায় সরকারি চাকরিতে নিয়োগের পরীক্ষার প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিশেষ তদন্তকারী দল বা (Special Task Force) সিটের কার্যালয়ে যাচ্ছিলেন শর্মিলা। সেখানেই পথ আটকে দেয় পুলিশ। বাধা পেয়ে চড় মারেন এক পুলিশ কর্মীকে। শর্মিলাকে ১৪ দিনের জন্য জেলে (Jail) পাঠানো হয়েছে বলে জানা গেছে। শোরগোল দক্ষিণ ভারতের রাজ্য-রাজনীতিতে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us