পদত্যাগ করা উচিৎ মুখ্যমন্ত্রীর ! বড় দাবি তুললেন হেভিওয়েট নেতা

রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্ধব ঠাকরের এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি করেছে।

author-image
Debjit Biswas
New Update
bjp flag

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি ঘটে যাওয়া নাগপুরের হিংসার ঘটনায় এবার মুখ খুললেন শিব সেনা (উদ্ধব ঠাকরে গোষ্ঠী) প্রধান উদ্ধব ঠাকরে। তিনি বলেন,  "আমি মুখ্যমন্ত্রী নই, স্বরাষ্ট্রমন্ত্রীও নই, তাই মুখ্যমন্ত্রীকেই জিজ্ঞেস করুন, এই হিংসার পেছনে কারা আছে। কারণ, আরএসএস-এর সদর দফতর ওখানেই রয়েছে।" এছাড়াও তিনি বলেন, "এখানে তো ডবল ইঞ্জিন সরকার চলছে, যদি তারা ব্যর্থ হয়, তাহলে তাদের পদত্যাগ করা উচিত।"

Uddhav Thackerayyu.jpg

ঔরঙ্গজেবের সমাধি প্রসঙ্গে কটাক্ষ করে তিনি বলেন, "আপনারা চাইলে ঔরঙ্গজেবের সমাধি সরিয়ে দিন, তবে তখন চন্দ্রবাবু নাইড়ু  ও নীতিশ কুমারকেও ডেকে নেবেন।"