/anm-bengali/media/media_files/DI3uJEtMcL6nyanZdTjG.jpg)
নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি ঘটে যাওয়া নাগপুরের হিংসার ঘটনায় এবার মুখ খুললেন শিব সেনা (উদ্ধব ঠাকরে গোষ্ঠী) প্রধান উদ্ধব ঠাকরে। তিনি বলেন, "আমি মুখ্যমন্ত্রী নই, স্বরাষ্ট্রমন্ত্রীও নই, তাই মুখ্যমন্ত্রীকেই জিজ্ঞেস করুন, এই হিংসার পেছনে কারা আছে। কারণ, আরএসএস-এর সদর দফতর ওখানেই রয়েছে।" এছাড়াও তিনি বলেন, "এখানে তো ডবল ইঞ্জিন সরকার চলছে, যদি তারা ব্যর্থ হয়, তাহলে তাদের পদত্যাগ করা উচিত।"
/anm-bengali/media/media_files/2K4OZIp8R7JRP0h7B6MU.jpg)
ঔরঙ্গজেবের সমাধি প্রসঙ্গে কটাক্ষ করে তিনি বলেন, "আপনারা চাইলে ঔরঙ্গজেবের সমাধি সরিয়ে দিন, তবে তখন চন্দ্রবাবু নাইড়ু ও নীতিশ কুমারকেও ডেকে নেবেন।"
#WATCH | Mumbai: On Nagpur violence, Shiv Sena (UBT) chief Uddhav Thackeray says, "I am not the Chief Minister, nor am I the Home Minister, ask the Chief Minister who is behind this (violence). Because the RSS headquarters is there. There is a double-engine government here; if… pic.twitter.com/VUTg58l7E9
— ANI (@ANI) March 18, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us