২০ মাসে ১০,০০০-এরও বেশি চাকরি ! বড় দাবি করলেন মুখ্যমন্ত্রী

কি দাবি করলেন মুখ্যমন্ত্রী ?

author-image
Debjit Biswas
New Update
job

নিজস্ব সংবাদদাতা : রাজ্যের কর্মসংস্থান ও উন্নয়নমূলক পরিকল্পনার বিষয়ে এবার এক বড় দাবি করলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই। তিনি বলেন,''গত ২০ মাসে আমাদের সরকার ১০,০০০-এরও বেশি চাকরি দিয়েছে। এছাড়াও খুব শীঘ্রই শিক্ষক পদের জন্য ৫,০০০ শূন্যপদে নিয়োগের ঘোষণা করা হবে।" 

vishnu deo saiqw.jpg

এছাড়াও তিনি বলেন,''আমরা আমাদের রাজ্যে 'চিত্রোৎপলা ফিল্ম সিটি' প্রতিষ্ঠা করতে চলেছি। এই কাজের জন্য বাজেট বরাদ্দ করা হয়েছে। এই ফিল্ম সিটি রাজ্যের অর্থনীতি ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সাহায্য করবে।"