New Update
/anm-bengali/media/media_files/7U0bvpfyGmrYScJtncRZ.jpg)
নিজস্ব সংবাদদাতা : রাজ্যের কর্মসংস্থান ও উন্নয়নমূলক পরিকল্পনার বিষয়ে এবার এক বড় দাবি করলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই। তিনি বলেন,''গত ২০ মাসে আমাদের সরকার ১০,০০০-এরও বেশি চাকরি দিয়েছে। এছাড়াও খুব শীঘ্রই শিক্ষক পদের জন্য ৫,০০০ শূন্যপদে নিয়োগের ঘোষণা করা হবে।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/qCvsS9DUlCXFyGCIwpou.jpg)
এছাড়াও তিনি বলেন,''আমরা আমাদের রাজ্যে 'চিত্রোৎপলা ফিল্ম সিটি' প্রতিষ্ঠা করতে চলেছি। এই কাজের জন্য বাজেট বরাদ্দ করা হয়েছে। এই ফিল্ম সিটি রাজ্যের অর্থনীতি ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সাহায্য করবে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us