মস্তিষ্কে রক্তক্ষরণ! পোস্ট করলেন মুখ্যমন্ত্রী

কি লিখলেন তিনি?

author-image
Anusmita Bhattacharya
New Update
manik saha.JPG

নিজস্ব সংবাদদাতা: স্টেশনে জ্ঞান হারালেন বিধানসভার স্পিকার। পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি লেখেন, "ত্রিপুরা বিধানসভার মাননীয় স্পিকার শ্রী বিশ্ববন্ধু সেনের ট্রেনে ধর্মনগর যাওয়ার কথা ছিল। আগরতলা রেলওয়ে স্টেশনে থাকাকালীন তিনি হঠাৎ ওয়াশরুমে অজ্ঞান হয়ে পড়ে যান। তাকে তাৎক্ষণিকভাবে ত্রিপুরা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়, যেখানে ডাক্তারি পরীক্ষায় মস্তিষ্কের অভ্যন্তরীণ রক্তক্ষরণের বিষয়টি ধরা পড়ে। চিকিৎসকরা তাৎক্ষণিক অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন"।

Tripura Assembly Speaker Biswa Bandhu Sen Suffers Brain Stroke at Agartala  Railway Station, Undergoes Emergency Treatment at ILS hospital