নিজস্ব সংবাদদাতা: হোলি আসছে। তার আগেই উদযাপন। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং অন্যান্য মন্ত্রী এবং বিধায়করা আজ গান্ধীনগরের রাজ্য বিধানসভা প্রাঙ্গণে ১৪ মার্চ হোলির মূল উৎসবের আগে হোলি উদযাপন করে ফেললেন।
#WATCH | Gujarat CM Bhupendra Patel and other ministers and MLAs celebrated Holi, ahead of the main festival of #Holi on 14th March, at State Assembly premises in Gandhinagar today. pic.twitter.com/pR0vBxcxzY