Probha Rani Das
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/XBdjuT1oHJrraaRJxzwk.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আর্থিক তছরুপের মামলায় গত ২৮ জুন জামিন পেয়েছেন হেমন্ত সোরেন। এরপরই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর দায়িত্বে ফের নিযুক্ত হন তিনি। ৪ জুলাই হেমন্ত সোরেনকে এই পদে পুনর্বহাল করা হয় এবং রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন তাঁকে শপথ বাক্য পাঠ করান।
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে পুনর্বার নিযুক্ত হওয়ার পর আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন হেমন্ত সোরেন। দেশের রাষ্ট্রপতি ভবন থেকে টুইট করে জানানো হয়েছে, “ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী শ্রী হেমন্ত সোরেন তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন।”
Chief Minister of Jharkhand, Shri Hemant Soren along with his wife, called on President Droupadi Murmu at Rashtrapati Bhavan. pic.twitter.com/T7otnFg7xy
— President of India (@rashtrapatibhvn) July 15, 2024
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us